• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চিরকুট লিখে ফাঁস দিয়ে আইনজীবীর আত্মহত্যা

সদর (ঝালকাঠি) প্রতিনিধি    ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পি.এম.
শামিম হোসেন জয়-ছবি সংগৃহীত

ঝালকাঠিতে শামিম হোসেন জয় (৩৫) নামে এক আইনজীবী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে চাঁদকাঠি এলাকায় নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।     

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান লাশ উদ্ধারের বর্ণনা দিয়ে বলেন, আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে রেখে গেছেন বলে জানান। তিনি লিখে গেছেন, আমার শরীরে যে রোগ বাসা বেঁধেছে তাতে আমার মৃত্যু অনিবার্য।মানসিক চাপ আর  শরীরের কষ্ট আমি নিতে পারছি না। তাই সব কিছু ভেবেচিন্তে আত্মহত্যার পথ বেছে নিলাম। কেউ  আমার মৃত্যুর জন্য দায়ী নয়। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি এবং অনুতপ্ত। আমাকে ভুল বুঝবেন না, পারলে ক্ষমা করে দেবেন।     
 
ঝালকাঠি শহরের চাঁদকাঠি এলাকায় শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে পুলিশ সুপারের অফিসের সামনে তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। 

শামিম হোসেন জয় নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ দুধারিয়া এলাকার মোজাম্মেল হক মোল্লার ছেলে। তিনি ঝালকাঠির আইনজীবী সমিতির নিয়মিত সদস্য ছিলেন। চারমাস আগে তিনি বিয়ে করেন। 

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান,  ময়নাতদন্ত শেষে  রোববার (২১ সেপ্টেম্বর) লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

ভিওডি বাংলা/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম