শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের সামনে এখন ফাইনালের সমীকরণ


এশিয়া কাপ জেতার লক্ষ্য নিয়েই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অংশ নিয়েছে বাংলাদেশ। প্রথমে তাসকিন আহমেদ, এরপর জাকের আলী জানিয়েছিলেন, এশিয়া কাপ জিততে হলে বাংলাদেশকে অবশ্যই ফাইনালে খেলা লাগবে। শনিবার রাতে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ের মাধ্যমে সেই ফাইনালের দরজা খুলে গেছে টাইগারদের সামনে।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কা আগে ব্যাট করে ১৬৮ রান করে। বাংলাদেশ এই লক্ষ্য তাড়া করে শেষ পর্যন্ত ১ বল হাতে রেখে জয় তুলে নেয়। এই জয়ের ফলে বাংলাদেশের পয়েন্ট টেবিলে যোগ হয়েছে দুটি পয়েন্ট। তবে দলের নেট রান রেট এখনও খুব বেশি নয়, +০.১২১।
বাংলাদেশের হাতে এখনো আছে দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী ২৪ সেপ্টেম্বর ভারত ও ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে তাদের শেষ ম্যাচ খেলবে লিটন দাসের দল।
এই দুই ম্যাচের আগে বাংলাদেশের সমীকরণ জটিল হলেও আশা এখনো জীবিত। বাকি দুটো ম্যাচ জিতলে অবস্থান আরও শক্ত হবে। অন্তত একটি ম্যাচ জিতলেও ফাইনালে যাওয়ার সম্ভাবনা সুবিধাজনকভাবে বজায় থাকবে।
দুই ম্যাচ হারের পরও ফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে, যদি পাকিস্তান ও ভারত নিজেদের বাকি ম্যাচে বাংলাদেশকে পরাজিত না করে বড় ব্যবধানে জয়ী হয়। তবে টাইগাররা নিশ্চয়ই এমন জটিল হিসেব কষতে চাইবে না। ভারতের ও পাকিস্তানের বিপক্ষে সরাসরি জিতেই ফাইনালে যাওয়াই তাদের লক্ষ্য।
এশিয়া কাপের ইতিহাসও প্রমাণ দিয়েছে, টাইগাররা এই দুই দলের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখাতে পারে। ওয়ানডে ফরম্যাটে ভারতকে হারানো এবং সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে পরাজিত করার অভিজ্ঞতা বাংলাদেশকে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর আশা জাগাচ্ছে। সফল হলে সাত বছর পর টাইগাররা খেলবে এশিয়া কাপের ফাইনালে।
ভিওডি বাংলা/জা