ট্রাম্প আবারও নোবেল পুরস্কারের দাবি করেছেন


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো নোবেল পুরস্কারের দাবি করেছেন। তিনি বলেছেন, চলতি বছরের শুরুতে ভারত-পাকিস্তানসহ ‘সাতটি যুদ্ধের অবসান’ ঘটানোর জন্য তার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত।
শনিবার (২০ সেপ্টেম্বর) আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স ডিনারে ট্রাম্প বলেন, “বিশ্ব মঞ্চে আমরা এমন কিছু করছি যা আগে কখনো হয়নি। আমরা শান্তি চুক্তি তৈরি করছি, যুদ্ধ বন্ধ করছি। ভারত ও পাকিস্তানসহ থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরাইল-ইরান, মিশর-ইথিওপিয়া এবং রুয়ান্ডা-কঙ্গো-এই সাতটি যুদ্ধ আমরা থামিয়েছি।”
তিনি আরও বলেন, “৬০ শতাংশ যুদ্ধ আমরা বাণিজ্যের মাধ্যমে থামিয়েছি। উদাহরণস্বরূপ, ভারতের সঙ্গে আমি বলেছিলাম, ‘যদি তোমরা লড়াই করো, তবে কোনো বাণিজ্য হবে না।’ তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, তাই তারা থেমে গিয়েছিল।”
ট্রাম্প বলেন, “আমাকে বলা হয়েছিল, যদি আমি রাশিয়া-ইউক্রেন সংঘাত থামাতে পারি, তাহলে নোবেল পাবো। আমি বলেছিলাম, ‘আমার সাতটি যুদ্ধ থামানোর কাজও তো হয়েছে, প্রতিটির জন্য একটি করে নোবেল পাওয়া উচিত।’ তবে বলা হয়েছে, ‘যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারেন, স্যার, তবে আপনি পাবেন।’ আমি সাতটি যুদ্ধের কথা বললাম।”
তিনি রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে বলেন, “আমি ভেবেছিলাম, এটি সবচেয়ে সহজ সমাধান হবে, কারণ পুতিনের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। তবে হতাশ হয়েছি। যেভাবেই হোক, এটি সমাধান করা হবে।”
সূত্র: এনডিটিভি
ভিওডি বাংলা/জা