• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দল হিসাবে আ.লীগের বিচারের সুযোগ এসেছে-নাহিদ

নিজস্ব প্রতিবেদক    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় এনে রাজনৈতিক ও আইনি সমাধান করতে হবে। তিনি বলেন, নির্বাহী আদেশে দলকে নিষিদ্ধ করা কোনো স্থায়ী সমাধান নয়। 

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। একই দিন ৪৭ নম্বর সাক্ষী হিসেবে নাহিদকে জেরা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

নাহিদ বলেন, “শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে জনগণের বিরুদ্ধে শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন। জনগণ প্রতিরোধ করে তাকে উৎখাত করেছে। ফলে এটি আওয়ামী লীগের সংঘটিত রাজনৈতিক অপরাধ। তাই দলকে বিচারের আওতায় আনা উচিত।”

তিনি আরও জানান, তার বিরুদ্ধে যে অন্যায়গুলো হয়েছে, সেগুলোকে তিনি ব্যক্তিগতভাবে নয়, সমগ্র জনগোষ্ঠীর প্রতি সংঘটিত অন্যায় হিসেবে বিবেচনা করেন। তবে গুমের ঘটনায় আলাদা অভিযোগ গুম কমিশনে করেছেন।

নাহিদের জেরা দুপুর সাড়ে ১২টায় শেষ হয় এবং পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলছে: ফখরুল
ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলছে: ফখরুল
সানজিদা তুলিকে বিএনপি মহাসচিবের অভিনন্দন
‘হিউম্যান রাইটস টিউলিপ’ মনোনয়ন সানজিদা তুলিকে বিএনপি মহাসচিবের অভিনন্দন
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে মির্জা ফখরুল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে মির্জা ফখরুল