• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি ‘জাপানি হান্নান’ আটক

নিজস্ব প্রতিবেদক    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

ফ্যাসিস্ট সরকারের শাসনামলে সংঘটিত ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডের মামলার অন্যতম আসামি আমিনুল ইসলাম হান্নান ওরফে ‘জাপানি হান্নান’কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকা হান্নানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে অন্যতম ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের মামলা। এর আগে তিনি একটি হত্যা মামলায় দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পান। এছাড়া তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলাও আছে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিমানবন্দর থানার ওসি বলেন, “জাপানি হান্নান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। অবশেষে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।”

উল্লেখ্য, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে হান্নানের বিরুদ্ধে। ফ্যাসিস্ট সরকারের সময় ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং একটি হত্যাকাণ্ডে জড়িত থাকায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা