• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান

রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদের দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ী সদর উপজেলার ১৩নং চন্দনী ইউনিয়ন পরিষদের দুর্নীতি, অনিয়ম ও নাগরিক সেবা বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ১১টায় চন্দনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের আঞ্চলিক মহাসড়কে স্থানীয়দের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তৃতা করেন স্থানীয় বাসিন্দা মতিউর রহমান মুন্না, হারুণ অর রশিদ, জামাল মল্লিক, কামাল হোসেন, নাসিমা বেগম, শিউলী পারভীন, হাবু শেখ ও মতিন শেখ। এছাড়াও এতে দেড় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন চেয়ারম্যান পদ শূন্য থাকায় উপজেলা প্রশাসন সমাজসেবা কর্মকর্তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছেন। কিন্তু তিনি নিয়মিত পরিষদে না আসায় সাধারণ মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। পরিষদে একাধিকবার এলেও তার অনুপস্থিতির কারণে সেবা পাওয়া যায় না।

তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদের সচিব তৈয়বুর রহমান নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না। সপ্তাহের বেশিরভাগ দিনই তিনি পরিষদে থাকেন না। ফোন করলে তিনি প্রায়ই জানান উপজেলা অফিসে আছেন, আসতে দেরি হবে। সচিবের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি এবং অর্থের বিনিময়ে নাগরিক সেবা দেওয়ার অভিযোগও করেন বক্তারা।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে অভিযুক্তদের অপসারণ ও পরিষদে নিয়মিত সেবা নিশ্চিত করার দাবি জানান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সার সংকটে কুড়িগ্রামের কৃষক
সার সংকটে কুড়িগ্রামের কৃষক
গৌরীপুরে ৫৫টি পূজা মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি
গৌরীপুরে ৫৫টি পূজা মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি
রাজৈরের কবিরাজপুরে বিএনপির জনসভা অনুষ্ঠিত
রাজৈরের কবিরাজপুরে বিএনপির জনসভা অনুষ্ঠিত