• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান

রাবিতে পোষ্য কোটা ভর্তি কার্যক্রম স্থগিত, তদন্ত কমিটি গঠন

রাবি প্রতিনিধি    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ পি.এম.
রাবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ। সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রাতিষ্ঠানিক সুবিধায় (পোষ্য কোটা) ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে জরুরি সিন্ডিকেট সভা শেষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, পাঁচ সদস্যের আভ্যন্তরীণ তদন্ত কমিটি এবং একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট বডির সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সিন্ডিকেট সভায় যথাসময়ে রাকসু নির্বাচন আয়োজনের জন্য কমিশনসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) পোষ্য কোটাকে কেন্দ্র করে আন্দোলনে শিক্ষার্থীদের হাতে শিক্ষক লাঞ্ছনার অভিযোগে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা দেন। তারা জানান, দোষীদের শাস্তির আওতায় না আনা পর্যন্ত এ কর্মসূচি চলবে। তবে রাকসু নির্বাচনের কার্যক্রম এতে বাধাগ্রস্ত হবে না।

উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। তবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা এটিকে প্রাতিষ্ঠানিক সুবিধা দাবি করে আন্দোলন চালিয়ে আসছিলেন। গত ১৮ সেপ্টেম্বর একাডেমিক সভায় শর্তসাপেক্ষে কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নেয় প্রশাসন, যা পরবর্তীতে নতুন উত্তেজনার জন্ম দেয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অর্জন ও সাফল্যের এক বছর
নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অর্জন ও সাফল্যের এক বছর
ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুইদিনব্যাপী কেন্দ্রীয় নবীনবরণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুইদিনব্যাপী কেন্দ্রীয় নবীনবরণ
ইবিতে পরিবেশবান্ধব বৈদ্যুতিক শাটল কারের উদ্বোধন
ইবিতে পরিবেশবান্ধব বৈদ্যুতিক শাটল কারের উদ্বোধন