বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম:
সবার জন্ম চাকরির জন্য নয়


বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পৃথিবীতে ধনী-গরিব, নেতা-মন্ত্রী বা সাধারণ কর্মী-সকলেই আল্লাহর সৃষ্টি। আল্লাহ মানুষকে যেসব দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালনের জন্যই তিনি মানুষকে সৃষ্টি করেছেন। কেউ মন্ত্রী হবেন, কেউ পরিচ্ছন্নতা কর্মী-এটাই স্বাভাবিক নিয়ম।”
রোববার (২১ সেপ্টেম্বর) মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের একটি অনুষ্ঠানে তিনি এই সব কথা বলেন।
শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে তিনি আরও বলেন, “তোমাদের হতাশ হবার প্রয়োজন নেই। নিজের মেধা, শ্রম ও সততার মাধ্যমে এগিয়ে যাও। আমরা দেখেছি, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশে দুর্ভিক্ষ হয়েছিল। এখন সেই দুর্ভিক্ষ নেই, কারণ দেশের উন্নতি তোমাদের মেধা, জ্ঞান ও প্রচেষ্টার কারণে সম্ভব হয়েছে।”
এর আগে আরেক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “কলেজের পক্ষ থেকে মেধাবী ছাত্রদের মেধা বিকাশিত করার জন্য বিশেষভাবে সহযোগিতা করা হবে।”
ভিওডি বাংলা/জা