বাঁশখালীতে অন্যের এনআইডি ও সার্টিফিকেট দিয়ে চাকরির অভিযোগ


চট্টগ্রাম বাঁশখালীতে অনলাইন দুনিয়ার এই যুগেও অন্যের এনআইডি ও সার্টিফিকেট দিয়ে আবদুল জলিল নামে এক ব্যক্তি রিদুয়ানুল হক পরিচয় দিয়ে চাকরির অভিযোগ পাওয়া গেছে।
প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অন্যের আইডি ও সার্টিফিকেট দিয়ে চাকরি করা আবদুল জলিল সাবেক ইউপি সদস্য কবির আহমদের ছেলে বলে জানা গেছে। এই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় তোলপাড় ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্র জানা গেছে, বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল এলাকার মেম্বার কবির আহমদের ছেলে আবদুল জলিল নিজেকে রিদুয়ানুল হক পরিচয় দিয়ে রিদুয়ানুল হকের এনআইডি ও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিয়ে বীকন ফার্মাসিউটিক্যালস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। বিষয়টি স্পষ্ট প্রতারণা এবং জালিয়াতি হিসেবে দেখছেন স্থানীয়রা।
এই ঘটনা জানাজানি হলে মোস্তফা হোসাইন হেলালি নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি, এমন প্রতারণা ও জালিয়াতির ঘটনা খতিয়ে দেখে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
তাছাড়া আবদুর রহিম নামে অপর অভিযোগকারী বীকন ফার্মাসিউটিক্যালস বরাবরে লিখিত অভিযোগ দেন। অভিযোগে আবদুর রহিম প্রতারণা ও জালিয়াতির ঘটনা তদন্ত করে আবদুল জলিলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আবেদন জানান।
এই বিষয়ে আবদুল জলিল জানান, তার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়।
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম জানান, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি বেসরকারি চাকরি হওয়ায় কর্তৃপক্ষই সিদ্ধান্ত নিতে পারবে।
ভিওডি বাংলা/ এমএইচ