• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান

বাঁশখালীতে অন্যের এনআইডি ও সার্টিফিকেট দিয়ে চাকরির অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বাঁশখালীতে অনলাইন দুনিয়ার এই যুগেও অন্যের এনআইডি ও সার্টিফিকেট দিয়ে আবদুল জলিল নামে এক ব্যক্তি রিদুয়ানুল হক পরিচয় দিয়ে চাকরির অভিযোগ পাওয়া গেছে। 

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অন্যের আইডি ও সার্টিফিকেট দিয়ে চাকরি করা আবদুল জলিল সাবেক ইউপি সদস্য কবির আহমদের ছেলে বলে জানা গেছে। এই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় তোলপাড় ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্র জানা গেছে, বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল এলাকার মেম্বার কবির আহমদের ছেলে আবদুল জলিল নিজেকে রিদুয়ানুল হক পরিচয় দিয়ে রিদুয়ানুল হকের এনআইডি ও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিয়ে বীকন ফার্মাসিউটিক্যালস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। বিষয়টি স্পষ্ট প্রতারণা এবং জালিয়াতি হিসেবে দেখছেন স্থানীয়রা।

এই ঘটনা জানাজানি হলে মোস্তফা হোসাইন হেলালি নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি, এমন প্রতারণা ও জালিয়াতির ঘটনা খতিয়ে দেখে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

তাছাড়া আবদুর রহিম নামে অপর অভিযোগকারী বীকন ফার্মাসিউটিক্যালস বরাবরে লিখিত অভিযোগ দেন। অভিযোগে আবদুর রহিম প্রতারণা ও জালিয়াতির ঘটনা তদন্ত করে আবদুল জলিলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আবেদন জানান। 

এই বিষয়ে আবদুল জলিল জানান, তার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। 

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম জানান, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি বেসরকারি চাকরি হওয়ায় কর্তৃপক্ষই সিদ্ধান্ত নিতে পারবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনা-১ আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন
পাবনা-১ আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন
সার সংকটে কুড়িগ্রামের কৃষক
সার সংকটে কুড়িগ্রামের কৃষক
গৌরীপুরে ৫৫টি পূজা মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি
গৌরীপুরে ৫৫টি পূজা মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি