বিশ্ববিদ্যালয় হল নিয়ে মন্তব্যে ক্ষমা প্রার্থনা আমির হামজার


ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল নিয়ে বিতর্কিত মন্তব্যের পর আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে সতর্ক করেছে জামায়াতে ইসলামী। তাকে বিতর্কিত রাজনৈতিক বিষয়ে বক্তব্য না দেওয়ার পরামর্শ দিয়েছে সংগঠন।
এক সাক্ষাৎকারে আমির হামজা এ কথা বলেছেন বলে জানিয়েছে একটি গণমাধ্যম।
এক সাক্ষাৎকারে আমির হামজা জানান, কেন্দ্রীয় দুজন দায়িত্বশীল তাকে মাহফিলে বক্তব্য দেওয়ার সময় সতর্ক থাকতে বলেছেন। তিনি বলেন, “এখন থেকে কোরআনের তাফসিরের বাইরে আর কিছু বলব না। কোনো বিষয়ে তুলনা করে কথা বললেই প্যাঁচ লেগে যায়। আমি আর এসবের মধ্যে নেই।”
ঢাবির মুহসিন হল নিয়ে তার মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে ভুল করে মুহসিন হলের নাম বলেছি। এটা মুখ ফসকে হয়েছে, এজন্য ক্ষমাপ্রার্থী। আগামীতে সতর্ক থাকব।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদ প্রসঙ্গে দেওয়া বক্তব্য নিয়েও দুঃখ প্রকাশ করেন তিনি। হামজা বলেন, “ওয়াজ করতে গিয়ে তুলনা করে কথা বলি, এতে ভুল হয়। যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আমি দুঃখিত।”
এর আগে অভিনেত্রী রাশমিকা মান্দানার সৌন্দর্য নিয়ে বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই তরুণ বক্তা। পরে ক্ষমা চেয়ে বলেন, “মা হাওয়ার সৌন্দর্যের বর্ণনা প্রসঙ্গে এ কথা বলেছিলাম। আর কোনোদিন এমন কিছু বলব না।”
উল্লেখ্য, গত মে মাসে জামায়াতে ইসলামী কুষ্টিয়া-৩ (সদর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আমির হামজার নাম ঘোষণা করে। তবে সাম্প্রতিক সময়ে তার নানা মন্তব্য ব্যাপক বিতর্ক তৈরি করেছে।
ভিওডি বাংলা/ আরিফ