মহালয়ে ঘরে ঘরে পূজার আমেজ


মহালয়ার মাধ্যমে শুরু হয়েছে দেবীপক্ষের সূচনা। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এরই মধ্যে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। রাজবাড়ী জেলার বিভিন্ন মন্দিরে ভোরবেলা থেকেই অনুষ্ঠিত হয় ‘মহিষাসুর মর্দিনী’।
রাজবাড়ী শহরের জমিদারবাড়ী দুর্গা মন্দিরে নানা আয়োজনে পালিত হলো মহালয়া। ছিল চণ্ডীপাঠ, ধর্মীয় গান আর মহিষাসুর বধের পরিবেশনা। আরামঘরের শিল্পীদের অংশগ্রহণে এই অনুষ্ঠান দেখতে ভোর থেকে ভিড় করেন শিশু থেকে প্রবীণরা।
মহালয়া দেখতে আসা দর্শকরা জানান, শিউলি ফুলের সুবাস, ভোরের কুয়াশা আর সুর—সবকিছু মিলিয়ে মহালয়া যেন এক বিশেষ অনুভূতি। প্রবীণরা স্মৃতিচারণ করে বলেন, ছোটবেলায় মহালয়া মানেই ছিল ভোরে সবাই মিলে রেডিওর সামনে বসে ‘মহিষাসুর মর্দিনী’ শোনা। সেই সঙ্গে উঠোনে পড়ে থাকা শিউলি কুড়িয়ে পুষ্পাঞ্জলি প্রস্তুত করা।
পূজা উদ্যোক্তারা জানান, মহালয়াকে ঘিরেই দুর্গোৎসবের মূল আমেজ তৈরি হয়। এদিনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দেবী দুর্গাকে স্বাগত জানানোর পালা। পূজামণ্ডপে প্রতিমা নির্মাণের কাজও শেষ পর্যায়ে, চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা।
ভিওডি বাংলা/ এমএইচ