তাড়াশে আওয়ামী লীগ ১৩ নেতাকর্মী জামিন না মঞ্জুর


সিরাজগঞ্জের তাড়াশে ১৩ নেতাকর্মীর জামিন বাতিল করেহ জেলহাজতে পাঠিয়েছে আদালত।
বোরবার (২১ সেপ্টেম্বর) বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় আসামীরা জামিন প্রার্থনা করলে আদালত জামিন না মঞ্জুর করে।
সিরাজগঞ্জ তাড়াশ আমলী আদালতের সূত্র জানায়, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, উপজেলা যুবলীগের সভাপতি মো: আনোয়ার হোসেন খাঁন, সহ সভাপতি এম, মোতালেব হোসেন মামুন, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাহুল সরকার মোমিন, সগুনা ইউনিয়ন যুবলীগের যুগ্ন সম্পাদক আনিসুর রহমান, কাউরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুবুর রহমান রাজন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মী জামিন বাতিল করে জেলহাজতে পাঠানো হয়।
মামলাসূত্র থেকে জানা যায়, ২০১৮ সালে জাতীয় নির্বাচনে প্রচারণার সময় ও হাসিনা সরকারের পতনের আগে আসামীরা একাধিক জায়গায় সন্ত্রাসীরা কায়দায় হামলা চালিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ও হামলা চালিয়ে বাদীদের হত্যা চেষ্টা চালায়। এ ঘটনায় বিএনপি নেতা খন্দকার মো: সাইফুল ইসলাম, সোহেল রানা, আসাদুজ্জামান ও শাহিন বাবু বাদী হয়ে তাড়াশ থানায় পৃথক চারটি মামলা দায়ের করেন ।
উল্লেখিত চার মামলায় আসামী আজ পৃথকভাবে জামিন প্রার্থনা করলে তাড়াশ আমলী আদালতের বিচারক মো: ওমর ফারুক তাদের কে জেল হাজতে পাঠান।
ভিওডি বাংলা/ এমএইচ