• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান

বিসিবি নির্বাচন ঘিরে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তামিমের

ক্রীড়া প্রতিবেদক    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ পি.এম.
সংবাদ সম্মেলনে তামিম ইকবাল। সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে সরকারি হস্তক্ষেপ ও প্রক্রিয়াগত অনিয়মের অভিযোগ তুলেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রোববার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করে সংশ্লিষ্টদের প্রভাবমুক্ত রাখার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে তামিম জানান, ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনি শুধু একটি অনুরোধই করেছিলেন— “একটা ফেয়ার ইলেকশন চাই।” কিন্তু এর পর থেকেই জেলা, বিভাগ ও ক্লাব পর্যায়ে সরকারি হস্তক্ষেপ শুরু হয়েছে।

তিনি প্রশ্ন তোলেন, অ্যাডহক কমিটির মাধ্যমে কাউন্সিলর মনোনয়ন দেওয়ার বিষয়টি সংবিধানে নেই। অথচ পছন্দসই লোকদের জায়গা দিতে ইচ্ছেমতো সদস্য পরিবর্তন করা হচ্ছে, যা নির্বাচনকে ‘সিলেকশনে’ পরিণত করেছে।

তামিম অভিযোগ করেন, মন্ত্রিপরিষদ সচিব ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিবের দপ্তর থেকে সরাসরি চিঠি দিয়ে নির্বাচনে হস্তক্ষেপ করা হচ্ছে, যা সম্পূর্ণ অপ্রত্যাশিত। তার ভাষায়, “বিসিবি কোনো রাজনৈতিক দলের নয়, এর মালিক দেশের ১৮ কোটি মানুষ। এখানে কেন পক্ষপাতিত্ব থাকবে?”

তিনি বিসিবি সভাপতির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। নির্বাচন কমিশন গঠনের পরও সভাপতির কাউন্সিলর সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করা এবং একই বিষয়ে কর্মকর্তাদের পরস্পরবিরোধী বক্তব্য নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে বলে মন্তব্য করেন তিনি।

তামিম বলেন, “এই নোংরামিটা আমাদের করার দরকার নেই। ক্রিকেট সবার জন্য।”

তিনি আশা প্রকাশ করেন, ১৭ সেপ্টেম্বর ঘোষিত কাউন্সিলর তালিকা বহাল রাখা হবে এবং একটি হস্তক্ষেপবিহীন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রার্থীকেই সবাই স্বাগত জানাবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
এবার আমাদের সেরাটা প্রদর্শন করতে চাই : অধিনায়ক জ্যোতি
এবার আমাদের সেরাটা প্রদর্শন করতে চাই : অধিনায়ক জ্যোতি
মোহামেডানকে হারিয়ে শিরোপা ধরে রাখলো ১০ জনের কিংস
মোহামেডানকে হারিয়ে শিরোপা ধরে রাখলো ১০ জনের কিংস