গার্মেন্টস ছাড়া অন্য কোনো খাত মার্কিন শুল্ক ছাড় পায়নি: বাণিজ্য উপদেষ্টা


গার্মেন্টস শিল্প ছাড়া অন্য কোনো খাত মার্কিন শুল্ক ছাড়ের সুবিধা নিতে পারেনি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীতে অটোমোবাইল ও হালকা শিল্প খাতের উদ্যোক্তাদের নিয়ে বিসিআই আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, পণ্যের বহুমুখীকরণে সংখ্যা বাড়ানোর পরিবর্তে নির্দিষ্ট কিছু খাতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া প্রয়োজন। অনুষ্ঠানে উদ্যোক্তারা হালকা প্রকৌশল ও অটোমোবাইল শিল্পে ব্যাংক ঋণের সহজলভ্যতা নিশ্চিত করার দাবি জানান।
আলোচনায় আরও বলা হয়, ক্যাপিটেল মেশিনারিজ আমদানির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎপাদনে জোর দিতে হবে। পাশাপাশি প্রবাসী আয় ও পোশাক শিল্পের বাইরে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন খাত তৈরির তাগিদও উঠে আসে।
একই দিনে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন।
এর আগে, গত ১৫ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গেও পোশাকশিল্পের মালিকদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে।
ভিওডি বাংলা/ আরিফ