বছরের শেষ সূর্যগ্রহণ রাত সাড়ে ১১টায়!


চন্দ্রগ্রহণের পর এবার ২০২৫ সারে শেষ সূর্যগ্রহণ রোববার। এবারের গ্রহণটি হবে আংশিক সূর্যগ্রহণ। মহাজাগতিক এ দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছে গোটা বিশ্বের মানুষ।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম (বিএসটি) অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে রোববার রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে। গ্রহণ শেষ হবে দিবাগত রাত ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। পূর্ণ আংশিক সূর্যগ্রহণ হবে দিবাগত রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশে রাত থাকায় আংশিক সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না।
ভারতীয় পঞ্জিকা অনুসারে, রোববার ২১ সেপ্টেম্বর পৃথিবীতে সংঘটিত হওয়া আংশিক সূর্যগ্রহণটি ঘটবে আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে। এ সূর্যগ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৮৫৫। গ্রহণটির স্থায়িত্ব হবে প্রায় ৪ স্থায়িত্ব ২৪ মিনিট।
এদিকে বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ দেখা না গেলেও নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকার অঞ্চলে গ্রহণটি দৃশ্যমান হবে।
এসব অঞ্চলে গ্রহণের কেন্দ্রীয় গতিপথের বিবরণে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৫টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপের উত্তরপূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে সকাল ১০টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ডে অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্র থেকে দক্ষিণ-পশ্চিম দিকে। গ্রহণ শেষ হবে বিকেল ৫টা ৪৮ মিনিট ৩৮ সেকেন্ডে অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপ থেকে উত্তর-পশ্চিম দিকে।
প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণে ‘রক্তিম চাঁদ’ দেখার সাক্ষী হয় বিশ্ববাসী। এর মাত্র ১৪ দিনের ব্যবধানে আবারও আকাশে ঘটতে চলেছে আংশিক সূর্যগ্রহণের বিরল ঘটনা। অমাবস্যা তিথিতে এ আংশিক সূর্যগ্রহণ দেখার সাক্ষী হওয়ার অপেক্ষায় বিশ্ববাসী।
ভিওডি বাংলা/ এমএইচ