বাঁশখালীতে চেক প্রতারণা মামলায় শিক্ষক গ্রেপ্তার


চট্টগ্রাম বাঁশখালী'র চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল শাহ আমানত দাখিল মাদ্রাসার শিক্ষক মৌলবী ইদ্রিস চেক প্রতারণা মামলায় গ্রেপ্তার হওয়ার সংবাদ পাওয়া গিয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) রাত ৯:৪৫ মিনিটের দিকে বাঁশখালী'র চাম্বল ইউনিয়নের চাম্বল বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার এস আই গোলাম সরওয়ার, এ এস আই আকবর সহ সঙ্গী ফোস নিয়ে ইদ্রিস কে আটক করে।
বাঁশখালী থানা সূত্রে জানা যায়, চেক প্রতারণা মামলায় নাম প্রকাশে অনিচ্ছুক এক বাদী তার বিরুদ্ধে মামলা করে ২০২৪ সালে! উক্ত মামলায় চার্জ গঠন শেষে ইদ্রিস হাজির না হওয়ায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত ওয়ারেন্ট ইসু করলে বাঁশখালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়।
মৌঃ ইদ্রিস কে গ্রেপ্তারের পর পুরো এলাকায় শান্তি বিরাজ করতে দেখা যায়। এলাকার লোকজন বলতে দেখা যায় সে আওয়ামী লীগ এর আমলে আওয়ামী করেছে বর্তমানে তিনি বিএনপির বড় নেতা পরিচয় দিচ্ছে।
এছাড়াও তিনি বৈলছড়ি ইউনিয়নের সফরাজ চৌধুরী আদিল নামীয় একজন থেকেও লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে গিয়েছে। তিনিও মামলার প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদ পাওয়া গেল।
এই বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, চেক প্রতারণা মামলায় চাম্বল ইউনিয়নের ইদ্রিস নামে একজন কে আটক করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হবে।
ভিওডি বাংলা/ এমএইচ