ফেনীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত


আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ফেনী জেলা হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ২১ সেপ্টেম্বর) বিকালে শহরের ট্রাংক রোডস্থ শ্রীশ্রী জয়কালী মন্দির প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশীদ (ভিপি হারুন)।
সভায় বক্তব্য রাখেন ফেনী জেলা, উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দসহ সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিরা।
সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট পার্থ পাল চৌধুরী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেনী সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তপন কুমার কর।
বক্তারা বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার”—এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বিএনপির অঙ্গসংগঠন মনে করে ফেনীর সনাতনী সম্প্রদায় আলাদা কেউ নয়, তারা বাংলাদেশেরই অংশ।
জাতীয়তাবাদী হিন্দু গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক ফেনী জেলার মানিক শীল বলেন, “আজকের এই আয়োজন আমাদের সনাতনীদের জন্য মিলনমেলায় পরিণত হয়েছে। আমরা হিন্দুরা গর্বিত, লাঞ্ছিত বা বঞ্চিত নই। ফেনী জেলায় এ ধরনের কোনো বৈষম্য নেই।”
অনুষ্ঠানে ফেনী জেলা সনাতনী সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমএইচ