গোয়ালন্দে নূরাল পাগলার দরবার থেকে গরু লুট যুবক গ্রেপ্তার


রাজবাড়ীর গোয়ালন্দে নূরাল পাগলার দরবার থেকে গরু লুটের ঘটনায় সজিব শেখ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় লুট হওয়া গরুটিও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার সজিব শেখ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের উজ্জল শেখের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে উজানচর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে অভিযান চালিয়ে সজিব শেখকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, “ভিডিও ফুটেজে দেখা গেছে, সজিব শেখ দরবার থেকে একটি গরু নিয়ে যাচ্ছে। সেই ফুটেজের ভিত্তিতেই তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।”
এ কর্মকর্তা আরও জানান, নূরাল পাগলার ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লার দায়ের করা গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা ও কবর থেকে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার মামলায় সজিব শেখকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পরে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় এখন পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আজাদ মোল্লার মামলায় ১০ জন ও এসআই সেলিম মোল্লার মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট নূরাল পাগলার মৃত্যু হলে দরবার প্রাঙ্গণে তাকে দাফন ও কাবা শরীফের আদলে একটি স্থাপনা নির্মাণ করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজ শেষে বিক্ষোভ চলাকালে পুলিশ ও তৌহিদি জনতার সংঘর্ষ হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং দরবারে হামলা চালিয়ে কবর থেকে মরদেহ উত্তোলন করে পুড়িয়ে ফেলা হয়। এসময় নূরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা নিহত হন। ওই রাতেই পুলিশ এবং পরে ৮ সেপ্টেম্বর ভক্ত পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
ভিওডি বাংলা/ এমএইচ