মঈন খান-ডেনমার্কের রাষ্ট্রদূত বৈঠক
বিএনপির গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি স্থিতিশীলতার সহায়ক: মঈন খান


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপির উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের জন্য একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল সামাজিক-অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে। তার মতে, এ ধরনের পরিবেশ ভবিষ্যতে বিনিয়োগ ও টেকসই প্রবৃদ্ধির জন্য অপরিহার্য।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ডেনমার্কের রাষ্ট্রদূত মি. ক্রিস্টিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নীতি-অবস্থান নিয়ে আলোচনা করেন।
বৈঠকে মঈন খান বলেন, “বিএনপির উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি দেশের জনগণকে আস্থার সঙ্গে এগিয়ে নিতে পারে। এর ফলে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হবে এবং দেশীয় ও বৈদেশিক বিনিয়োগ বাড়বে।”
অন্যদিকে রাষ্ট্রদূত জানান, ডেনমার্ক বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর এবং কক্সবাজার-টেকনাফ উপকূলীয় অঞ্চলে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পরিকল্পনা রয়েছে তাদের।
এছাড়া বৈঠকে সমুদ্র থেকে ভূমি পুনরুদ্ধারের দীর্ঘদিনের প্রস্তাব, এ ক্ষেত্রে ডেনিশ বিশেষজ্ঞতার ব্যবহার, উচ্চকক্ষ গঠন এবং অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। মঈন খান এ ব্যবস্থার সুবিধা-অসুবিধা তুলে ধরে বাংলাদেশ ও ইউরোপের রাজনৈতিক কাঠামোর পার্থক্য ব্যাখ্যা করেন।
উভয় পক্ষ আশা প্রকাশ করেন, বাংলাদেশ যদি একটি স্থিতিশীল গণতান্ত্রিক কাঠামো অর্জন করতে পারে, তবে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা নতুন মাত্রায় উন্নীত হবে।
ভিওডি বাংলা/ আরিফ