অর্থের অভাবে পড়াশোনা থামবে না: তুহিন


ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর দারুল জান্নাত দাখিল মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও নবগঠিত এডহক কমিটির সভাপতি এ্যাডভোকেট মাজাহারুল ইসলাম তুহিন, মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা ফরিদ আহমাদ, সুবিদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ শহিদুল ইসলাম, যুবদল নেতা মোঃ জাকির হোসেন লিটন, ঝালকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সামিম মৃধা, পৌর স্বেচ্ছাসেবক দলনেতা মোঃ রাসেল, সহ-সুপার মাওলানা আব্দুল হক, নবনিযুক্ত সহকারী শিক্ষক মোঃ নাজমুল হুদা, কাঠাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল সিকদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাজহারুল ইসলাম তুহিন বলেন,"আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। এলাকার মানুষ ও অভিভাবকদের সহযোগিতা পেলে গোপালপুর দারুল জান্নাত দাখিল মাদ্রাসা উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হবে। কোনো শিক্ষার্থী অর্থনৈতিক সমস্যার কারণে পড়াশোনা চালিয়ে যেতে না পারলে তার দায়িত্ব আমি ব্যক্তিগতভাবে নেবো।"
অনুষ্ঠান সঞ্চালনা করেন সুবিদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ তারিকুর রহমান তারেক, সুবিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাঈনুল ইসলাম বাবুল, যুবদল নেতা নান্নু তালুকদার, সাইফুল খান, ইউনিয়ন জাসাস সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম বাবু, সুবিদপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোঃ সজল তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ তানভীর খান, ছাত্রদল নেতা জসিম আকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাদ্রাসা শিক্ষার্থীদের কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও ইসলামী সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয় এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ভিওডি বাংলা/ এমএইচ