মধুপুরে টিআইবি’র উদ্যোগে ভূমি সেবার অধিপরামর্শ সভা অনুষ্ঠিত


ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুরের উদ্যোগে উপজেলা ভূমি সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিতে এক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সনাক, টিআইবি’র তত্ত্বাবধানে তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়েস (ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট), এবং মধুপুর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সনাক টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং এর সঞ্চালনায় ও ভূমি বিষয়ক আহবায়ক আলহাজ আব্দুস সামাদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভূমি সেবায় শুদ্ধাচার, সুশাসন এবং দুর্নীতিবিরোধী কার্যক্রমের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সনাক সভাপতি মো. বজলুর রশিদ খান, সদস্য মো. শামসুল আলম, ইয়েস সদস্য সুমি খাতুন প্রমুখ।
সভায় টিআইবি’র চলমান প্রকল্পের আওতায় ইউনিয়ন ভিত্তিক ভূমি সেবার মানোন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপ কর্তৃক পরিচালিত কমিউনিটি মনিটরিং ও নাগরিক মতামতের আলোকে ২১টি সমস্যা তুলে ধরা হয়। পাশাপাশি এসব সমস্যার সমাধানে গৃহীত পূর্ববর্তী পদক্ষেপ ও তার অগ্রগতি সম্পর্কেও তথ্য উপস্থাপন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, “সম্প্রতি লটারির মাধ্যমে পাঁচটি ভূমি অফিস থেকে সহকারী ভূমি কর্মকর্তাদের বদলি করা হয়েছে। আগামী নভেম্বর মাসে নতুন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সচেতনতামূলক সভা আয়োজন করতে হবে। এছাড়া গণশুনানি আয়োজন করা জরুরি, যেখানে সেটেলমেন্ট অফিস, রেজিস্ট্রি অফিস ও বন বিভাগকে সম্পৃক্ত করতে হবে। কারণ তাদের সহযোগিতা ছাড়া ভূমি সমস্যার পূর্ণাঙ্গ সমাধান সম্ভব নয়।” তিনি আরও বলেন, “টিআইবির সহযোগিতায় আমরা জনগণকে অনলাইন ভূমি সেবার বিষয়ে অবহিত করতে চাই এবং মধুপুরের ভূমি সেবায় একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই।”
মুক্ত আলোচনায় সনাক সভাপতি মো. বজলুর রশিদ খান বলেন, “ভূমি কর্তৃপক্ষের চিঠি ইস্যুর পর সাধারণ মানুষের মতামত থেকে বোঝা যাচ্ছে— ভূমি সেবার মান আগের তুলনায় অনেকটা পরিবর্তন হয়েছে।” সনাক সদস্য আব্দুস সামাদ তালুকদার জানান, “বিগত ফেব্রুয়ারিতে দেওয়া চিঠির ভিত্তিতে ৫টি ইউনিয়ন ভূমি অফিসের মধ্যে একটি বাদে বাকিরা ইতিবাচক সাড়া দিয়েছে। তবে নিয়মিত মনিটরিং ছাড়া এই সেবা টেকসই হবে না।”
সভা শেষে উপস্থিত সবার অংশগ্রহণে দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ ও জনগণের পাশে থেকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমি সেবা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়।
ভিওডি বাংলা/ এমএইচ