• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২, ভর্তি ৬৭৮

নিজস্ব প্রতিবেদক    ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ পি.এম.
ডেঙ্গু। প্রতীকী ছবি

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও অবনতির দিকে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি দাঁড়াল ১৮১ জনে।

এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৬৭৮ জন রোগী। সোমবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৬ জন, ঢাকা বিভাগে ১১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৪ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, খুলনা বিভাগে ২৫ জন, বরিশাল বিভাগে ১৪৯ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে এ পর্যন্ত মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়—৮৫ জন। এছাড়া বরিশালে ২৮ জন, চট্টগ্রামে ২৩ জন, ঢাকা উত্তরে ২২ জন, রাজশাহীতে ১০ জন, ময়মনসিংহে ৬ জন, খুলনায় ৫ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ২ জন মারা গেছেন।

এর আগে, রোববার (২১ সেপ্টেম্বর) একদিনে রেকর্ড ১২ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এর আগে ১১ সেপ্টেম্বর এক দিনে সর্বোচ্চ ৬ জন মারা গিয়েছিলেন।

উল্লেখ্য, দেশে এক বছরে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে—সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। এর বাইরে ২০২৪ সালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১ হাজার ৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে টেকসই কর্মপরিকল্পনা না নিলে মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গু রোগীদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা
ডেঙ্গু রোগীদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬
ডেঙ্গুতে আরও মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৬৮৫
ডেঙ্গুতে আরও মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৬৮৫