মাদারীপুরে বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার


মাদারীপুরের শিবচরে রেনু বেগম (৬০) নামে এক বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নে চরকাচিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেনু বেগম চরকাচিকাটা গ্রামের মৃত্যু ছাদেক হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকেরেনু বেগমকে (২৫) মোবাইল ফোনে সাড়া না পেয়ে তার মেয়ে প্রতিবেশীদের ফোন করে। পরে প্রতিবেশী লোকজন রেনু বেগমের ঘর তালাবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে জানালা দিয়ে ভিতরে বিছানায় রেনু বেগমকে শুয়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে তালা ভেঙ্গে ঘরের ভিতর থেকে গলাকাটা অবস্থায় রেনু বেগমের লাশ উদ্ধার করে। ঘরের মধ্যে বিভিন্ন মালামাল ছড়ানো ছিল। রেনু বেগমকে হত্যা করে চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারনা। গত প্রায় এক মাস আগেও এই ঘরে একবার চুরির ঘটনা ঘটেছিল। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরনের প্রস্তুতি নিচ্ছে।
নিহত রেনু বেগমের মেয়ের জামাই আমির হোসেন বলেন, আমার শাশুড়ির সাথে রাতে আমার স্ত্রী কথা বলেছেন বলে শুনেছি। তবে এ হত্যাকাণ্ড কখন হয়েছে তা আমি সঠিকভাবে বলতে পারি না। আমাকে ফোন দিয়ে জানানো হয় আমার শাশুড়ির অবস্থা ভালো না। মনে করেছিলাম খুব বেশি অসুস্থ। এখানে এসে দেখি সে মারা গেছে। এই হত্যাকাণ্ডটি কে বা কারা করেছে এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, ঘরের ভেতরে তালা দেয়া অবস্থায় রেনু বেগমের গলা কাটা লাশ আমরা দেখতে পাই। লাশটি উদ্বার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না।
ভিওডি বাংলা/ এমএইচ