বিশ্বকাপে ভালো খেলার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কা যাচ্ছেন বাংলাদেশ নারী দল


স্বপ্ন নিয়ে নিজেদের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে মঙ্গলবার শ্রীলঙ্কা যাচ্ছেন বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ও ফটোশুট। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে কোচ সারওয়ার ইমরানও দলের সদস্যদের উত্সাহ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে কোচ ইমরান বলেন, “আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচ ধরে ভালো খেলা। পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে আমাদের ভালো সুযোগ আছে। অন্যান্য দলকে বড় করে দেখছি না। শতভাগ দিয়ে চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “প্রতিটি ম্যাচ জেতার জন্য খেলব। অস্ট্রেলিয়া বা অন্য কয়েকটি দলের মান আমরা নিজেদের থেকে অনেক ওপরে দেখব না। গত বিশ্বকাপে আমরা পাকিস্তানকে হারিয়েছি। এবার আরও কিছু ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই যাচ্ছি।”
বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া জান্নাতুল ফেরদৌস সুমনার বিষয়ে কোচ বলেন, “সুমনার বিষয়ে সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগেছে। পাকিস্তানের সঙ্গে খেলায় যখন বাঁহাতি ব্যাটার অপরাজিত ছিলেন, অধিনায়ক বল করাতে চেয়েছিলেন, সুমনা সেই সময় বোলিং করেননি। নেট অনুশীলনেও তিনি বাঁহাতি ব্যাটারের বিপক্ষে বল করতে পারছিলেন না। আমাদের মূল লক্ষ্য পাকিস্তান ও শ্রীলঙ্কা। তাই একজন অফ স্পিনার প্রয়োজন, যে বাঁহাতি ব্যাটারের বিপক্ষে বল করতে সক্ষম। নতুন নেওয়া অফ স্পিনারের একুরেসি, সাহস ও চিন্তাভাবনা সুমনার চেয়ে অনেক ভালো।”
ভিওডি বাংলা/ আরিফ