টপ নিউজ
গৌরীপুরে বিসমিল্লাহ বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
গৌরীপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ পি.এম.


ছবি: ভিওডি বাংলা
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিসমিল্লাহ বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা।
অভিযান সূত্রে জানা যায়, বেকারিতে স্বাস্থ্যবিধি ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/ এমএইচ