• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আমি আওয়ামী পরিবারের সন্তান

ছাত্রলীগ করেছি তবে কোনো পদে ছিলাম না: মাহফুজুর রহমান

কিশোরগঞ্জ প্রতিনিধি    ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ পি.এম.
যুবশক্তির আহ্বায়ক মাহফুজুর রহমান। ছবি: ভিওডি বাংলা

জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, “আমি আওয়ামী পরিবারের সন্তান। আমার চাচাতো ভাই মাহমুদ পারভেজ কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছিলেন। আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, তবে কখনো কোনো পদে ছিলাম না।”

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের একটি হোটেলের হলরুমে জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে সংবাদ সম্মেলন করে যুগ্ম-আহ্বায়ক ইয়াজ ইবনে জসিম অভিযোগ করেন, অর্থের বিনিময়ে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, “আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকদের পুনর্বাসন করতে অর্থের বিনিময়ে কমিটি অনুমোদন করা হয়েছে। অবিলম্বে এই কমিটি বিলুপ্ত ঘোষণা না করা হলে কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করা হবে।”

পরিচিতি সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান। সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মানিক মিয়া ও সিনিয়র সদস্য সচিব কাউসার মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মো. রুবেল আব্দুল্লাহর পিতা মো. আজহারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সদস্য সচিব মো. জুবায়ের আলম এবং যুগ্ম সদস্য সচিব হোসাইন আহমেদ সাঈম।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড়ির প্রবেশ পথে প্রাচীর নির্মাণে বাধা দিতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার
বাড়ির প্রবেশ পথে প্রাচীর নির্মাণে বাধা দিতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার
অনৈতিক কর্মকাণ্ডে জামায়াত সভাপতির পদ স্থগিত
অনৈতিক কর্মকাণ্ডে জামায়াত সভাপতির পদ স্থগিত
সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা