রাকসু নির্বাচন পেছানোয় ছাত্রশিবিরের বিক্ষোভ


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচনের তারিখ পেছানোর প্রতিবাদে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলন শেষে রাকসু কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সংগঠনটি। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জোহা চত্বরে সমাবেশে রূপ নেয়।
এর আগে রাত ৯টার দিকে সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের নেতারা অভিযোগ করেন, নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতেই রাকসু নির্বাচন কমিশন বারবার নির্বাচনের তারিখ পরিবর্তন করছে। তারা আরও জানান, বিক্ষোভ শেষে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবেন এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, “রাকসু নির্বাচন কমিশনের এমন একতরফা সিদ্ধান্ত আমরা মানি না। আগামী ১৬ অক্টোবরের ঘোষিত তারিখও পরিবর্তন হবে না—সে নিশ্চয়তা নেই।”
রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও রাকসুতে ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “এর আগেও দফায় দফায় তারিখ পরিবর্তন করেছে কমিশন। ছাত্রদলকে সুবিধা দিতে মনোনয়ন ফরম বিতরণের সময়সীমা বাড়ানো হয়েছিল। এবারও তাদের অবস্থান দেখে তারিখ পেছানো হয়েছে।”
অন্যদিকে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, “পোষ্য কোটা ইস্যুতে শাটডাউনের কারণে কাজে ব্যাঘাত ঘটেছে। সবকিছু বিবেচনা করেই তারিখ পরিবর্তন করতে হয়েছে। আশা করছি, আগামী ১৬ অক্টোবর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।”
ভিওডি বাংলা/ আরিফ