এশিয়া কাপ ২০২৫
ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ দাঁড়াল


দুর্দান্ত জয়ে সুপার ফোর পর্ব শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের স্বপ্ন দেখছে লিটন দাসের দল।
অন্যদিকে, গ্রুপপর্বের পর সুপার ফোরেও ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় রোহিত শর্মার দল। প্রথম ম্যাচে হারের পর পাকিস্তানের সামনে রয়েছে আরও দুই ম্যাচ-একটি শ্রীলঙ্কার বিপক্ষে, আরেকটি বাংলাদেশের বিপক্ষে।
প্রথম ম্যাচ শেষে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট সমান হলেও নেট রানরেটে এগিয়ে ভারত। শ্রীলঙ্কাকে হারালেও বাংলাদেশ বেশি এগোতে পারেনি রানরেটে। ১ বল হাতে রেখে জেতায় টাইগারদের নেট রান এখন +০.১২১। অন্যদিকে, ভারতের নেট রান +০.৬৮৯।
আগামীকাল (বুধবার) সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এরপরের দিন একই ভেন্যুতে টাইগাররা মুখোমুখি হবে পাকিস্তানের। এই দুই ম্যাচ জিততে পারলে সরাসরি ফাইনালে চলে যাবে বাংলাদেশ। তবে একটি ম্যাচ জিতলেও সুযোগ থাকবে, সেক্ষেত্রে নির্ভর করবে নেট রানরেটের ওপর।
এমনকি শেষ দুই ম্যাচ হেরে গেলেও কাগজে-কলমে ফাইনালের আশা থাকবে লিটন দাসদের। সে ক্ষেত্রে ভারতকে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে, আর বাংলাদেশের বিপক্ষে কম ব্যবধানে। একইভাবে পাকিস্তানকে শ্রীলঙ্কার কাছে হারতে হবে অল্প ব্যবধানে এবং বাংলাদেশের বিপক্ষে জিততে হবে সামান্য ব্যবধানে।
তাহলে ভারতের পয়েন্ট হবে ৬, আর বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার পয়েন্ট হবে ২ করে। তখন নেট রানরেটের হিসাবেই ঠিক হবে দ্বিতীয় ফাইনালিস্ট। ফলে সুযোগ থাকছে বাংলাদেশেরও।
এখন সব নজর বাংলাদেশের পরবর্তী দুই ম্যাচে। আগামী ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০২৫-এর ফাইনাল।
ভিওডি বাংলা/জা