• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান

টঙ্গীতে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে আহত ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য ফায়ার সার্ভিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকার যেকোনো সহযোগিতা প্রদান করবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ ফায়ার কর্মীদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত ফায়ার কর্মীদের দেখতে গিয়ে তিনি বলেন, “গতকাল (সোমবার) একটি বড় দুর্ঘটনা ঘটেছে। চারজন ফায়ার সার্ভিস কর্মী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের দগ্ধের পরিমাণ বেশি, একজনের পরিমাণ মাঝারি এবং একজনের সামান্য। হাসপাতালটি আন্তর্জাতিক মানের এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। আল্লাহর কাছে দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”

দগ্ধদের চিকিৎসার বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের (ভারপ্রাপ্ত) পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন বলেন, গতকাল ঘটনা ঘটার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং আমাদের টিম রেডি রাখা হয়। রোগী আসার সঙ্গে সঙ্গে আমাদের চিকিৎসা শুরু হয়ে যায়। 

তিনি বলেন, চারজন রোগীর মধ্যে দু’জন ১০০ শতাংশ এবং একজন ৪২ শতাংশ ও একজন ৫ শতাংশ দগ্ধ হয়েছে। সমস্ত রোগীকে আমরা ক্যাটাগরি অনুযায়ী প্রটোকল মেইনটেইন করে চিকিৎসা সেবা দিই। আমরা মাইলস্টোনে দুর্ঘটনায় দগ্ধদেরও একইভাবে চিকিৎসা সেবা দিয়েছি।

ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন বলেন, “দগ্ধদের চিকিৎসা শুরু হয়েছে আগেই, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম প্রস্তুত ছিল। চারজন রোগীর মধ্যে দুজন সম্পূর্ণ দগ্ধ এবং বাকি দুজন আংশিক দগ্ধ। তাদেরকে প্রটোকল অনুযায়ী চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তিনজনকে এইচডিইউতে রাখা হয়েছে, আর একজন ইন্টারমিডিয়েট কেয়ার ক্যাটাগরিতে। প্রয়োজন অনুযায়ী অপারেশন ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
“নৈতিক অবক্ষয় রোধে সিরাত চর্চা অপরিহার্য” — ধর্ম উপদেষ্টা
“নৈতিক অবক্ষয় রোধে সিরাত চর্চা অপরিহার্য” — ধর্ম উপদেষ্টা
সৌদি আরব বাংলাদেশী জনগণের হৃদয়ে আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সৌদি আরব বাংলাদেশী জনগণের হৃদয়ে আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা