নবাবগঞ্জে দূর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত (ইউএনও) মোঃ মুনতাসির মাহফুজ।
সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ২ নং বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে, থানার অফিসার ইনচার্জ ওসি আঃ মতিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নজরুল ইসলাম, ৮ নং মাহমুদ পুর ইউনিয়ন চেয়ারম্যান সালাহ উদ্দিন মাছুম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ রেজেনা পারভিন (তুহিন), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি এখন সার্বজনীন মিলনমেলায় পরিণত হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ এই উৎসবে অংশগ্রহণ করে। তাই প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং সম্প্রীতির পরিবেশ অটুট রাখা অত্যন্ত জরুরি। পূজাকে ঘিরে গ্রামীণ অর্থনীতি সচল হয়, সামাজিক মিলন ঘটে এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পূজাকালীন প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে।
এছাড়া অগ্নি নির্বাপণ ব্যবস্থা, জরুরি চিকিৎসা সহায়তা এবং সার্বিক তদারকির জন্য ভ্রাম্যমাণ টহল জোরদার করা হবে। তিনি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, বরং আমাদের সামগ্রিক সামাজিক সম্প্রীতির প্রতীক।
সভা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়, উপজেলার সব পূজা মণ্ডপে সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তা প্রদান করা হবে এবং স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সম্মিলিতভাবে কাজ করবেন, যাতে উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়।
ভিওডি বাংলা/ এমএইচ