• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান

“লক্ষ্য ছিল না, তবু ব্যালন ডি’অর বিশেষ”—দেম্বেলে

স্পোর্টস ডেস্ক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ পি.এম.
ব্যালন ডি’অর জিতলেন পিএসজির ফরাসি ফুটবলার উসমান দেম্বেলে।সংগৃহীত ছবি

গত মৌসুমে পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিততে সাহায্য করে ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বীকৃতি পেয়েছেন উসমান দেম্বেলে। ফরাসি এই ফরোয়ার্ড জিতেছেন ব্যালন ডি’অর। ২০২২ সালে করিম বেনজেমার পর এই পুরস্কার জেতা প্রথম ফরাসি ফুটবলার তিনি।

ব্যালন ডি’অর জেতা তার ব্যক্তিগত লক্ষ্য ছিল না বলে জানান দেম্বেলে। তবে সোমবার বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে নাম ঘোষণার পর আবেগ সামলাতে পারেননি তিনি। পরিবার ও কাছের মানুষের কথা বলতে গিয়ে চোখ ভিজে যায় তার। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেম্বেলে বলেন,
“আমি আসলে কাঁদতে চাইনি। কিন্তু পরিবার আর যারা আমার পাশে ছিলেন, তাদের কথা বলতে গিয়ে আর নিজেকে থামাতে পারিনি।”

২৮ বছর বয়সী দেম্বেলে প্যারিসে অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে বার্সেলোনার কিশোর সেনসেশন লামিনে ইয়ামালকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জেতেন। তার আগে ২০২৪ সালে এ পুরস্কার পেয়েছিলেন ম্যানচেস্টার সিটি ও স্পেনের মিডফিল্ডার রদ্রি।

বরুশিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনার সাবেক এই উইঙ্গার ২০১৮ সালে বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলেরও সদস্য ছিলেন। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করে পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পাশাপাশি লিগ ও কাপ ‘ডাবল’ জিততেও বড় অবদান রাখেন তিনি। দেম্বেলের ভাষায়,
“এটা কখনও আমার ব্যক্তিগত লক্ষ্য ছিল না। তবে ব্যক্তিগত পর্যায়ে এমন একটি ট্রফি পাওয়া দারুণ। যখন এটা ঘটে, তখন খুশি লাগে, আনন্দ লাগে।”

বেনজেমার মতো তাকেও কি ‘জনতার ব্যালন ডি’অর’ বলা যায়—এমন প্রশ্নে দেম্বেলে হেসে উত্তর দেন,
“বেনজেমাই জনতার ব্যালন ডি’অর, তিনিই প্রথম। আমি দ্বিতীয়।”

নিজের অর্জনকে শুধু ব্যক্তিগত নয়, দলেরও স্বীকৃতি মনে করেন দেম্বেলে,
“হ্যাঁ, অবশ্যই। এটি পুরো দলের জন্য। যারা আমাকে ভালোবাসেন, সব প্যারিসিয়ান সমর্থকের জন্য, পুরো ক্লাব, কোচিং স্টাফ আর সতীর্থদের জন্য।”

চোটের কারণে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকলেও দ্রুত ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি,

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম’ অভিযোগ ক্রীড়া উপদেষ্টার
‘তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম’ অভিযোগ ক্রীড়া উপদেষ্টার
বিশ্বকাপে ভালো খেলার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কা যাচ্ছেন বাংলাদেশ নারী দল
বিশ্বকাপে ভালো খেলার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কা যাচ্ছেন বাংলাদেশ নারী দল
পাকিস্তানকে কটাক্ষ করে কী বললেন সূর্যকুমার?
পাকিস্তানকে কটাক্ষ করে কী বললেন সূর্যকুমার?