বাঁশখালীতে পুলিশের অভিযানে ২৫ লিটার চোলাইমদ জব্দ


চট্টগ্রামে বাঁশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে আসন্ন দুর্গাপূজাকে সামনে পুলিশের অভিযানে উপজেলার বৈলছড়ি এলাকায় পুলিশের একটি দল মাদকের বিরুদ্ধে অভিযানে গেলে ঘটনাস্থল থেকে দ্রুত মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এ সময় পুলিশ ২৫লিটার দেশীয় তৈরী চোলাইমদ জব্দ করে। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীর বদিউল আলমের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা বৈলছড়ি ৮ নং ওয়ার্ডের চেচুরিয়া হিন্দু পাড়া এলাকায় থেকে দেশীয় তৈরি চোলাইমদ জব্দ করা হয়।
পুলিশ সুত্র জানা যায়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপে দেশীয় তৈরি চোলাইমদক বেচাকেনার উদ্দেশ্যে মজুদের খবর পেয়ে তাৎক্ষণিক বাঁশখালী থানার উপ পরিদর্শক বিভাস কুমার সাহা নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বৈলছড়ি ইউপির ৮নং ওয়ার্ডের চেচুরিয়া হিন্দুপাড়া চিকিৎসক মেজবাউল হকের প্রজেক্টের পুকুর পাড়ে অভিযান পরিচালনা করে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করে পুলিশের অভিযানের খবর টের পেয়ে ঘটনাস্থল থেকে বদিউল আলম নামে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈলছড়ি এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী বদিউল আলম পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণে একটি মামলা দায়ের করা হয়।
ভিওডি বাংলা/ এমএইচ