কেন্দুয়ায় টাইফয়েড টিকাদান প্রচারণা উপলক্ষে সভা অনুষ্ঠিত


নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় টাইফয়েড টিকাদান প্রচারণা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী।
সভা পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাঈম হোসেন এবং মেডিকেল অফিসার ডাঃ শহীদুল আলম।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আসাদুজ্জামান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ লাইমুন হোসেন ভূঁইয়া, উপজেলা আইসিটি কর্মকর্তা আজিজুল হক, কেন্দুয়া পৌর নির্বাহী কর্মকর্তা ফারুক ওয়াহিদ, স্বাস্থ্য পরিদর্শক লুৎফর রহমান ভূঁইয়া প্রমুখ।
বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে গণসচেতনতা গড়ে তোলা জরুরি। নির্ধারিত সময়ে প্রতিটি শিশুকে টিকা প্রদানের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও স্বাস্থ্য বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে এ কার্যক্রম সফল করা সম্ভব।
সভায় টাইফয়েড টিকাদান কার্যক্রমকে সফল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
ভিওডি বাংলা/ এমএইচ