পাংশায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার


রাজবাড়ীর পাংশায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। উপজেলার কসবামাজাইল ইউনিয়ন থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে রাজবাড়ী জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় এবং পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে পাংশা মডেল থানার এসআই (নি:) সাজিদ আহমেদ সঙ্গীয় যৌথবাহিনীর ফোর্সসহ কেওয়াগ্রাম হইতে খুলুমবাড়িঘাট যাওয়ার পাকা রাস্তার পাশে আজাদ হোসেন শিশু মন্ডলের বাড়ির সামনে পাটকাঠির গাদার ভেতর থেকে একটি ওয়ান শুটার গান, একটি রিভলভার, লাল রঙের একটি তাজা লিড বল কার্তুজ, নীল রঙের একটি তাজা লিড বল কার্তুজ ও কালো কসটেপ পেঁচানো একটি হাতবোমা উদ্ধার করা হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও বিস্ফোরক জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ