• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

বিসিবি নির্বাচন ঘিরে নাটকীয়তা, ভোটার তালিকা প্রকাশেই অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পি.এম.
সভাপতি আমিনুল ইসলাম বুলবুল-ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে শুরুতেই তৈরি হয়েছে জটিলতা ও বিতর্ক। সোমবার (২২ সেপ্টেম্বর) ছিল বর্তমান পরিচালনা পর্ষদের শেষ সভা। নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর শুরু হয়ে সভা গভীর রাতে শেষ হলেও মূল উদ্দেশ্য-কাউন্সিলর বা ভোটার তালিকার খসড়া অনুমোদন-হয়নি। ফলে নির্ধারিত তফসিল অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ না হওয়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছে নির্বাচনী প্রক্রিয়ায়। 

তফসিল অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৭টায় ভোটার তালিকা প্রকাশের কথা ছিল। তার আগে সন্ধ্যা ৬টার মধ্যে জমা দিতে হতো কাউন্সিলর মনোনয়ন। কিন্তু সময়সীমা পেরিয়ে রাত ৯টার পরও আসতে থাকে ফরম। এমনকি সাবেক সভাপতি ফারুক আহমেদের নামও আসে অনেক দেরিতে। বোর্ড পরিচালক ইফতেখার রহমান জানিয়েছেন, নির্ধারিত সময় শেষ হলেও আসা সব নাম নোটসহ নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে, তবে সেগুলোর বৈধতা নির্ধারণ করবে কমিশন।

এদিকে আদালতের হস্তক্ষেপে জটিলতা আরও বেড়েছে। দ্বিতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়, যা পরে চেম্বার আদালত স্থগিত করে। তবু রায়ের প্রভাব পড়ে পুরো প্রক্রিয়ায়।

সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে সভাপতির একক সিদ্ধান্ত নিয়ে। পরিচালক ইফতেখার রহমান মিঠু স্বীকার করেছেন, সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম নিজে, অন্যদের সঙ্গে আলোচনা ছাড়াই। এমনকি নজিরবিহীনভাবে তিনি নিজেই চিঠিতে স্বাক্ষর করেছেন। কেন প্রধান নির্বাহীর বদলে সভাপতি স্বাক্ষর করলেন, সে প্রশ্নের জবাবে বোর্ড মুখপাত্র ইফতেখার কিছু বলতে পারেননি।

অন্যদিকে, সরকার ও ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগও উঠেছে। সাবেক অধিনায়ক তামিম ইকবাল অভিযোগ করেছেন, ‘এটা নির্বাচন নয়, সিলেকশন চলছে।’ একই সুরে ক্লাব প্রতিনিধি ও সাবেক কর্মকর্তারা দাবি করেছেন, সরকারের একটি অংশ ইচ্ছাকৃতভাবে প্রভাব খাটাচ্ছে। কয়েকজন কাউন্সিলর তো বিসিবি ঘেরাওয়ের হুমকিও দিয়েছেন।

ফলে বিসিবি নির্বাচন ঘিরে তৈরি হয়েছে অচলাবস্থা। খসড়া ভোটার তালিকা প্রকাশ না হওয়ায় তফসিলের পরবর্তী ধাপও ঝুলে গেছে। আগামী ৬ অক্টোবর পরিচালনা পর্ষদের নির্বাচন হওয়ার কথা। সেদিন রাতেই সভাপতি ও সহ-সভাপতি বাছাইয়ের ভোট হওয়ার কথা রয়েছে। কিন্তু ভোটার তালিকা নিয়েই যখন ধোঁয়াশা, তখন নির্বাচন কতটা স্বচ্ছ ও নিরপেক্ষ হবে-তা নিয়ে বাড়ছে সংশয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আপাতত বৈধ থাকছে বিসিবি সভাপতি বুলবুলের চিঠি
আপাতত বৈধ থাকছে বিসিবি সভাপতি বুলবুলের চিঠি
‘তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম’ অভিযোগ ক্রীড়া উপদেষ্টার
‘তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম’ অভিযোগ ক্রীড়া উপদেষ্টার
বিশ্বকাপে ভালো খেলার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কা যাচ্ছেন বাংলাদেশ নারী দল
বিশ্বকাপে ভালো খেলার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কা যাচ্ছেন বাংলাদেশ নারী দল