ক্যাসিনো সেলিমের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পুনঃনির্ধারণ


বৈদেশিক মুদ্রা আইনের মামলায় ক্যাসিনোকাণ্ডের প্রধান হোতা সেলিম প্রধানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামী ৬ নভেম্বর স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আফরোজা শিউলি এ দিন ধার্য করেন। আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী জানান, সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য থাকলেও কোনো সাক্ষী উপস্থিত হয়নি। এজন্য নতুন দিন ধার্য করা হয়।
এর আগে গত ৫ সেপ্টেম্বর রাতে গুলশান থেকে সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের কারাগারে পাঠানো হয়। ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর র্যাব-১ তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে। সেসময় তার বাসা ও অফিস থেকে নগদ ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ, বিভিন্ন দেশের মুদ্রা এবং হরিণের চামড়া জব্দ করা হয়। ওই ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২৭ অক্টোবর দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান তার বিরুদ্ধে মামলা করেন। ২০২৩ সালের ৩০ এপ্রিল ঢাকার বিশেষ আদালত-৮ তাকে মানিলন্ডারিং আইনে ৪ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা দেন। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদক আইনে ৪ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/জা