• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

ক্যাসিনো সেলিমের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পুনঃনির্ধারণ

নিজস্ব প্রতিবেদক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রা আইনের মামলায় ক্যাসিনোকাণ্ডের প্রধান হোতা সেলিম প্রধানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামী ৬ নভেম্বর স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আফরোজা শিউলি এ দিন ধার্য করেন। আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী জানান, সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য থাকলেও কোনো সাক্ষী উপস্থিত হয়নি। এজন্য নতুন দিন ধার্য করা হয়।

এর আগে গত ৫ সেপ্টেম্বর রাতে গুলশান থেকে সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের কারাগারে পাঠানো হয়। ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর র‌্যাব-১ তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে। সেসময় তার বাসা ও অফিস থেকে নগদ ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ, বিভিন্ন দেশের মুদ্রা এবং হরিণের চামড়া জব্দ করা হয়। ওই ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২৭ অক্টোবর দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান তার বিরুদ্ধে মামলা করেন। ২০২৩ সালের ৩০ এপ্রিল ঢাকার বিশেষ আদালত-৮ তাকে মানিলন্ডারিং আইনে ৪ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা দেন। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদক আইনে ৪ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসিনার বিরুদ্ধে নাহিদের অবশিষ্ট জেরা আজ
হাসিনার বিরুদ্ধে নাহিদের অবশিষ্ট জেরা আজ
৪ আগস্ট অধ্যাপক ইউনূসকে প্রস্তাব দেয়া হয়েছিল: নাহিদ ইসলাম
৪ আগস্ট অধ্যাপক ইউনূসকে প্রস্তাব দেয়া হয়েছিল: নাহিদ ইসলাম
স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মিঠু ৫ দিনের রিমান্ডে
স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মিঠু ৫ দিনের রিমান্ডে