শাপলা প্রতীক না দিলে নির্বাচন কীভাবে হয় দেখব: সারজিস


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম হুঁশিয়ারি দিয়েছেন, শাপলা প্রতীক না দিলে আগামী নির্বাচন কীভাবে হয় তা দল নিজেই দেখবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেন, “নির্বাচন কমিশন সচিব বলেছেন, মার্কার তালিকায় শাপলা নেই, তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। এটি কোনো আইনগত বাধা নয়, বরং তালিকায় না থাকার কারণে প্রতীক প্রদানে বাধা রয়েছে।”
সারজিস উল্লেখ করেন, “নিবন্ধনের সময় শাপলা প্রতীকের কথা স্পষ্টভাবে জানানো হয়েছিল। তাহলে তালিকায় শাপলা যুক্ত না করা কার কাজ? এতদিন কি তারা কমিশনে বসে নাটক দেখেছে, নাকি স্বাধীন প্রতিষ্ঠান অন্য কোনো সংস্থা বা দলের নির্দেশে কাজ করেছে?”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যেহেতু কোনো আইনগত বাধা নেই, এনসিপির প্রতীক অবশ্যই শাপলা হতে হবে। অন্য কোনো বিকল্প নেই। নাহলে নির্বাচন কীভাবে হয়, কে ক্ষমতায় এসে মধু খায়-সবই আমরা দেখব।”
এদিকে, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ভোটার ও প্রতীকের বিষয় নিয়ে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, সংশোধিত প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে নতুন প্রতীক জমা দিতে হবে।
ভিওডি বাংলা/জা