• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

নেত্রকোণায় ৫১৯টি পূজামন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা

নেত্রকোণা প্রতিনিধি    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণা জেলায় এবার ৫১৯ টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূগা পূজা । শারদীয় দুর্গোৎসবকে ঘিরে শেষ মূহুর্তে চলছে ব্যাপক প্রস্তুতি। দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে শারদীয়া দুর্গাপূজা যাতে পালিত হতে পারে তার জন্য প্রশাসন কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। 

‎শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা আর নদীর তীরে কাশফুল প্রকৃতি সেজেছে নতুন রূপে। 

প্রাকৃতিক সৌন্দর্য আজ জানান দিচ্ছে মর্ত্যলৈাকে আগমন ঘটছে দেবীর দূর্গার। এবার দেবী মঙ্গল বার্তা নিয়ে গজে চড়ে আগমন করবেন আর দোলায় গমন করবেন। তাই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‎ শারদীয় দুর্গাপুজা উপলক্ষে নেত্রকোণার প্রতিটি পূজামণ্ডপে চলছে শেষ প্রস্তুতি। 

জেলায় এ বছর ৫১৯ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। যা গতবারের তুলনায় ৫২টি বেশি। 

খড়, কাঠ আর মাটি দিয়ে তৈরী করা হয়েছে মা দুর্গা,  লক্ষ্মী,  সরস্বতী ও কার্তিকের প্রতিমা। শেষ মূহুর্তে চলছে রঙ তুলির কাজ। প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত। এ কাজে পুরুষদের পাশাপাশি নারী ও শিশুরাও সহযোগিতা করছেন।

‎গত ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবীর আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে সর্বত্র। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী থেকে শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব।

‎নেত্রকোণা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন পন্ডিত বলেন, আমরা সার্বক্ষণিক প্রতিটি পূজা মণ্ডপে নজর রাখছি এবং সার্বিক প্রস্তুতির খোজ খবর নিচ্ছি । আশা করি, সবার সহযোগিতায় উৎসব মূখর পরিবেশে সুন্দরভাবে পূজা অনুষ্ঠিত হবে।

‎পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, উৎসব মূখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, অনলাইনে সার্বক্ষণিক মনিটরিং, আনসার পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিবি ও ডিএসবি সদস্যরা মাঠে কাজ করবে।

‎জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, শারদীয় দুর্গাপূজা আনন্দগন পরিবেশ উদযাপনের জন্য ইতিমধ্যে জেলার প্রতিটি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দল এবং ধর্মীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে সভা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাটমোহরে মানব সেবা অভিযানের গাছ বিতরণ
চাটমোহরে মানব সেবা অভিযানের গাছ বিতরণ
কুড়িগ্রাম সদর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা
কুড়িগ্রাম সদর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা
৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছেতে কাজ করছি: মির্জা মোস্তফা
৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছেতে কাজ করছি: মির্জা মোস্তফা