• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছেতে কাজ করছি: মির্জা মোস্তফা

সিরাজগঞ্জ প্রতিনিধি    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৩ পি.এম.
বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান। ছবি: ভিওডি বাংলা

বিএনপি'র ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের উদ্যোগে দিনব্যাপী লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে খোকশাবাড়ি ইউনিয়নের পলিটেকনিক ইনস্টিটিউট ও অত্র এলাকার বিভিন্ন সড়কে এ কর্মসূচি পালিত হয়। এসময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বৃক্ষরোপণ শেষে দেশবাসীর উদ্দেশ্যে মির্জা মোস্তফা জামান বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এই কর্মসূচি পালন করছি। 

বৃক্ষরোপণ পরিবেশ রক্ষার প্রতীক, আর লিফলেট বিতরণের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে যাচ্ছে বিএনপির সুদূরপ্রসারী ৩১ দফা কর্মপরিকল্পনা। আমি চাই, আমার বাবা ও সিরাজগঞ্জ সদর আসনের প্রয়াত সাবেক এমপি মির্জা মুরাদুজ্জামানের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করে জনগণের কল্যাণে কাজ করতে।

তিনি আরও বলেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের প্রতি অবিচল আস্থা অর্জন করে জনগণের অধিকার ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করছি। ‌সেই সা‌থে ধানের শীষকে বিজয়ী করতে আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডা. এম এ লতিফ, নির্বাহী সদস্য আসলাম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, প্রমুখ।। 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মির্জা মোস্তফা জামানের এ ধরনের কর্মসূচি কেবল বিএনপির তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করছে না, বরং সাধারণ মানুষের মধ্যেও বিএনপির ভাবমূর্তি ইতিবাচকভাবে প্রতিফলিত করছে। বিশেষত, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ রক্ষার উদ্যোগকে কেন্দ্র করে রাজনৈতিক কার্যক্রম সাজানো স্থানীয় পর্যায়ে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজিনগরীর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
গাজিনগরীর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
চাটমোহরে মানব সেবা অভিযানের গাছ বিতরণ
চাটমোহরে মানব সেবা অভিযানের গাছ বিতরণ
কুড়িগ্রাম সদর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা
কুড়িগ্রাম সদর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা