• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় এসএম হল শাখার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এএসএম আল সনেটসহ ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
 
তারা হলেন-খিলক্ষেত থানা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আইনুল আসিফ (২৬), যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ১১ নম্বর বাঁকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নিছার আলী (৫৫), ঢাকা মহানগর সূত্রাপুর থানা আওয়ামী মৎস্যজীবী লীগ দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক ও সূত্রাপুর থানা ৪৪ নম্বর ওয়ার্ড বেগমগঞ্জ ইউনিট আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আমিনুল হক ফয়সাল (৪৫), ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. আকাশ (২৫), ঢাকা মহানগর দক্ষিণের আইন বিষয়ক সম্পাদক মো. মুরসালিন তালুকদার (৩৪)।
 
এছাড়াও আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. রিপন (৩৮), আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুহম্মদ আনিসুর রহমান (৫৭), বরগুনা জেলা আমতলী উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি, আমতলী উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. মাহবুবুল ইসলাম (৩৪), বরগুনা জেলা আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও আমতলী উপজেলা আওয়ামী লীগ সদস্য নুসরাত জাহান লিমা (৪৬), ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এএফ রহমান হল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি এএসএম আল সনেট (৩৬), লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. বেলাল হোসেন তুহিন (২৯)। মানিকগঞ্জ পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মো. আরশেদ আলী বিশ্বাস (৫৭) ও তিতুমীর কলেজ শাখা সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি অভিমুন্য বিশ্বাস অভিকে (৩৫) গ্রেফতার করেছে ডিবি।
 
ডিবি সূত্রে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ বাড্ডা থানাধীন লিংক রোড এলাকা থেকে কাজী আইনুল আসিফকে গ্রেপ্তার করে। একই দিন দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে মতিঝিল থানার মেট্রোরেল স্টেশন এলাকা থেকে মোহাম্মদ নিছার আলীকে গ্রেপ্তার করে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম।
 
ডিবি সূত্রে আরও জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে মো. আমিনুল হক ফয়সালকে ও দুপুর ১২টায় আনুমানিক বাড্ডা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. আকাশকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগ। অপরদিকে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে ডিবি-তেজগাঁও বিভাগ মো. মুরসালিন তালুকদারকে গ্রেপ্তার করে। 

অপরদিকে, সোমবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টায় ডিবি সাইবার বিভাগ বনশ্রী এলাকা থেকে মো. রিপন, মো. মাহবুবুল ইসলাম ও নুসরাত জাহান লিমাকে ও রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ধানমন্ডি এলাকা থেকে মুহম্মদ আনিসুর রহমানকে গ্রেপ্তার করে। এএসএম আল সনেটকে রাত আনুমানিক ০৮টা ২০ মিনিটের দিকে রমনা থানার বেইলি রোড এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম।
 
ডিবি সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ডিবি-লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম রসুলবাগ এলাকা থেকে মো. বেলাল হোসেন তুহিনকে ও মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টা ১৫মিনিটের দিকে মুগদা থানা এলাকা থেকে মো. আরশেদ আলী বিশ্বাসকে গ্রেপ্তার করে। একই দিন সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে রামপুরা থানা এলাকা থেকে অভিমুন্য বিশ্বাস অভিকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম। গ্রেপ্তারকৃত মো. মাহবুবুল ইসলামের বিরুদ্ধে বরগুনা আমতলী থানায় একাধিক মামলা রয়েছে। 

ডিবি সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধাপে ধাপে অভিযান চালিয়ে গ্রেপ্তারকারীরা আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দগ্ধ ফায়ার ফাইটার শামীমের মৃত্যু
দগ্ধ ফায়ার ফাইটার শামীমের মৃত্যু
প্রকাশ্যে ক্ষমা চাইতে আমির হামজাকে লিগ্যাল নোটিশ
প্রকাশ্যে ক্ষমা চাইতে আমির হামজাকে লিগ্যাল নোটিশ
অন্যায়ের জন্য আওয়ামী লীগ বিন্দুমাত্র অনুশোচনা নাই : ফখরুল
অন্যায়ের জন্য আওয়ামী লীগ বিন্দুমাত্র অনুশোচনা নাই : ফখরুল