ইসির নিবন্ধন পাচ্ছে আরেকটি দল


আগামীকাল (বুধবার) রাজনৈতিক দলের নিবন্ধন ও প্রতীক বরাদ্দ পেতে যাচ্ছে বাংলাদেশ লেবার পার্টি। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ নিবন্ধন দেয়া হবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।
ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান জানান, লেবার পার্টি আন্দোলন সংগ্রাম ও রাজপথে সক্রিয় রাজনৈতিক দল। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লেবার পার্টির সম্মুখ সারিতে ছিল। জুলাই গনঅভ্যুত্থানে লেবার পার্টির দুইজন শাহাদাত বরণ ও অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন।
তিনি আরো বলেন, ‘দীর্ঘ ১৭ বছরে হামলা মামলা নির্যাতন নিপীড়ন গ্রেফতার ও আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসন আমরা সাহসীকতার সাথে মোকাবিলা করেছে এই পার্টি। লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা আদালতে দীর্ঘ শুনানির মাধ্যমে ন্যায় বিচার পেয়েছি। কমিশন আগামীকাল বাংলাদেশ লেবার পার্টিকে আনুষ্ঠানিক ভাবে নিবন্ধন সার্টিফিকেট ও দলীয় প্রতিক প্রদান করবে।
২০২২ সালে নভেম্বরে গন বিজ্ঞপ্তির আলোকে নিবন্ধন সক্রান্ত সকল শর্ত পূরণ করে বাংলাদেশ লেবার পার্টি। নির্বাচন কমিশন মাঠ পর্যায়ে যাচাই বাছাই শেষে আবেদন নামঞ্জুর করে ২৪ জুলাই ২০২৩। পরে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট আবেদন দাখিল করেন।
বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ ২০২৩ সালের ৫ নভেম্বর রুল জারি করেন। দীর্ঘ শুনানির পর গত ২৯ মে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ.কে.এম রবিউল হাসান রায় চূড়ান্ত করেন।
ভিওডি বাংলা/ এমএইচ