বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক নাটক মঞ্চায়ন


তরুণ নেতৃত্ব বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন” এই স্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিভাবক ও কিশোর -কিশোরী সমাবেশ, বলে বিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক নাটিকা মঞ্চায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বড়ভিটা ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে ও চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় বড়ভিটা ইউনিয়ন পরিষদ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহিদেব যুব কল্যান সমিতির চাইল্ড নট ব্রাট প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর জাহিদ হাসানের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন,বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, বড়ভিটা ইউনিয়ন পরিষদের সচিব বাবুল আহমেদ ইউপি সদস্য শাহ আলম, বড়ভিটা যুব সংগঠনের সাধারণ সম্পাদক মুছা মিয়াসহ আরো অনেকে।
সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাল্যবিবাহ প্রতিরোধে নাটক মঞ্চায়ন করা হয় ।
ভিওডি বাংলা/ এমএইচ