সিংহের তাড়া খেয়ে নামিবিয়ায় ৯০ মহিষের মৃত্যু


আফ্রিকার দেশ নামিবিয়ার জামবেজি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকায় সিংহের তাড়া খেয়ে পালানোর সময় পদদলিত হয়ে কমপক্ষে ৯০টি মহিষ মারা গেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) চোবে নদীর তীরে এ ঘটনা ঘটে।
দেশটির পর্যটন মন্ত্রণালয়ের মুখপাত্র এনদেশিপান্ডা হামুনিয়েলা জানান, প্রতিবেশী বতসোয়ানা থেকে আসা একপাল মহিষকে সিংহরা তাড়া করলে তারা পাহাড়ের খাড়া ঢাল বেয়ে নদীতে পড়ে যায়। এতে একে অপরের চাপায় অনেক মহিষের মৃত্যু হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং মৃত মহিষের মাংস স্থানীয় জনগণের মধ্যে বিতরণ করা হবে।
নামিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন প্রকাশিত ফুটেজে দেখা যায়, স্থানীয়রা মহিষগুলোর মাংস সংগ্রহ করছেন। বিশেষজ্ঞরা বলছেন, এত বিপুল সংখ্যক মহিষ মারা যাওয়ায় স্থানীয় পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে নদীর পানি দূষণের পাশাপাশি আশপাশের এলাকায় শিকারি প্রাণীর উৎপাতও বাড়তে পারে।
এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। ২০২৩ সালের অক্টোবরে ১২টি সিংহের তাড়া খেয়ে ১০০টির বেশি মহিষ চোবে নদীতে ডুবে মারা যায়। আবার ২০১৮ সালে বতসোয়ানায় একইভাবে ৪০০টির বেশি মহিষ মারা পড়েছিল।
পর্যটননির্ভর দেশ নামিবিয়ার জিডিপির প্রায় ৭ শতাংশ আসে এ খাত থেকে।
ভিওডি বাংলা/ আরিফ