দেয়ারওয়ার্ল্ডের গ্লোবাল এডুকেশন ডিনারে প্রফেসর ইউনূসকে সম্মাননা


জাতিসংঘের সাধারণ পরিষদের সময় নিউইয়র্কে অনুষ্ঠিত দেয়ারওয়ার্ল্ডের বার্ষিক উচ্চস্তরের গ্লোবাল এডুকেশন ডিনার-এ প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মাননা জানানো হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বনেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে একটি কেন্দ্রীয় আকর্ষণ ছিল সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা এবং শিক্ষার প্রতি অবিচল প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবে ২০০৬ সালের শান্তিতে নোবেল বিজয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দেয়ারওয়ার্ল্ডের আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড প্রদান করা।
অনুষ্ঠানে সহ-আয়োজক ছিলেন গ্লোবাল এডুকেশনের জন্য জাতিসংঘের বিশেষ দূত ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং দেয়ারওয়ার্ল্ডের চেয়ারম্যান সারাহ ব্রাউন।
দেয়ারওয়ার্ল্ড একটি বিশ্বব্যাপী শিশুদের দাতব্য সংস্থা যা বিশ্বব্যাপী শিক্ষাসংকটের অবসান এবং পরবর্তী প্রজন্মের সম্ভাবনা উন্মোচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
গর্ডন ব্রাউন অধ্যাপক ইউনূসকে প্রশংসা করে বলেন, “গত ৫০ বছরে বেসরকারি খাতের কোনো প্রকল্প মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করতে ইউনূসের ক্ষুদ্রঋণ কর্মসূচির মতো এতটা প্রভাব ফেলতে পারেনি।”
পুরস্কার গ্রহণ করে ড. ইউনূস বলেন, “ঋণ একটি মৌলিক মানবাধিকার। খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো এরও সমান গুরুত্ব রয়েছে। আপনি যদি আর্থিক ব্যবস্থার দরজা সবার জন্য উন্মুক্ত করেন, তবে কেউ আর গরিব থাকবে না।”
তিনি উল্লেখ করেন, মাইক্রোক্রেডিট কার্যক্রমে শিক্ষাকে অন্তর্ভুক্ত করার ফলে বিশেষ করে নারীরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে সক্ষম হয়েছেন।
ড. ইউনূস আরও বলেন, ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে সৃজনশীলতা ও উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যবসাকে কেবল লাভের মাধ্যম হিসেবে নয়, বরং সমাজের সমস্যার সমাধানের শক্তি হিসেবে ব্যবহার শেখাতে হবে।
দেয়ারওয়ার্ল্ড একটি আন্তর্জাতিক শিশু-কেন্দ্রিক দাতব্য সংস্থা, যা বিশ্বব্যাপী শিক্ষাসংকট দূরীকরণ ও পরবর্তী প্রজন্মের সম্ভাবনা উন্মোচনে কাজ করছে।
ভিওডি বাংলা/জা