• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

বাঁশখালীতে জামায়াত নেতার হামলায় যুবদল নেতা আহত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পি.এম.
যুবদলের নেতা মিজানুর রহমান। ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে জামাত নেতার অতর্কিত হামলায় উপজেলা যুবদলের নেতা মিজানুর রহমান গুরুতর আহত হয়েছে। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে চাম্বল বাজারে এ ঘটনা ঘটে। 

ঘটনা সত্যতা নিশ্চিত করেন বাঁশখালী থানার উপ- পরিদর্শক বিভাষ কুমার সাহা জানান, বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী (ইউএনও) ওসি রয়েছে। অত্র এলাকা পুলিশের নিয়ন্ত্রণ আছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল স্থানীয় জামাতের উদ্যোগে একটি মিছিল ও সমাবেশ করে। সমাবেশ থেকে জামাতের নেতা কর্মীরা বিএনপির বিরুদ্ধে  অশ্লীল ভাষায় গালাগালি করে বলে দাবি করেন স্থানীয় বিএনপি নেতা কর্মীরা। 

ওই ঘটনার জের ধরে আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে চাম্বল ইউনিয়নের যুব বিভাগের সভাপতি কপিল উদ্দিনের নেতৃত্বে বাঁশখালী উপজেলার যুবদল নেতা মিজানুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। গুরুতর আহত মিজানুর রহমানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যব্রত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করে।  

চাম্বল ইউনিয়নের মৎস্যজীবি দলের যুগ্ম সম্পাদক মোঃ পারভেজ জানান, রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় চাম্বল বাজার এলাকায় মিজানসহ স্থানীয় বিএনপি'র কিছু নেতাকর্মী অবস্থান করলে পিছন থেকে অতর্কিতভাব চাম্বল ইউনিয়ন জামাত নেতা ইরান চৌধুরী, কপিল, রিপন, রহিমের নেতৃত্বে যুবদল নেতা মিজানের ওপর অতর্কিত হামলা চালায়। এ হামলায়  মিজানুর রহমান গুরুতর আহত হয়েছে। 

এই বিষয়ে জামাত নেতা ইরান চৌধুরীর সাথে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। 

বাঁশখালী থানার (ওসি) সাইফুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাম্বল এলাকায় এক যুবদলের কর্মী আহত হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে! দোষীদের বিরুদ্ধে শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজাপুরে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
রাজাপুরে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
পাংশায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পাংশায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পাংশায় জনতার হাতে ধর্মীয় লেবাসধারী প্রতারক আটক
পাংশায় জনতার হাতে ধর্মীয় লেবাসধারী প্রতারক আটক