• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাইবান্ধা- ৫ আসনে হাতপাখার মনোনীত প্রার্থী আজিজুল ইসলাম

গাইবান্ধা প্রতিনিধি    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ পি.এম.
আলহাজ্ব এ্যাডভোকেট আজিজুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে আলহাজ্ব এ্যাডভোকেট আজিজুল ইসলামকে মনোনীত করেছে দলটি। তিনি দলটির ইসলামী আইনজীবী পরিষদ, গাইবান্ধা জেলা শাখার সভাপতি, (এলএল.এম) ডিগ্রিধারী।

দলীয় সূত্রে জানা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাইয়ের অনুমোদনক্রমে জনমত জরিপ ও সাংগঠনিক মূল্যায়নের ভিত্তিতে তাকে এই আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে আলহাজ্ব এ্যাডভোকেট আজিজুল ইসলাম বলেন, জন জরিপ ও দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমাকে প্রার্থী করা হয়েছে। আমি আল্লাহর ওপর ভরসা করে এবং দলীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী সব কার্যক্রমে অংশগ্রহণ করবো।

তিনি বলেন, বর্তমানে এ আসনে বিএনপি ও জামায়াতের পাশাপাশি আমাদের দলের অবস্থান। প্রতিদিন আমাদের জনপ্রিয়তা বাড়ছে। জনগণের সাড়া এবং সহযোগিতা পেলে নির্বাচনে উল্লেখযোগ্য ফল অর্জন সম্ভব বলে আমি বিশ্বাস করি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
বন্ধুদের অনুদানে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিল ১৪ লাখ টাকা
বন্ধুদের অনুদানে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিল ১৪ লাখ টাকা