• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কালিহাতীতে পৃথকস্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় একটি কারখানায় অবৈধ বর্জ্য উৎপাদন ও মহেলা গ্রামে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জরিমানা করেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কারখানার মালিককে ৫০ হাজার টাকা এবং বালুমাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী একজনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম বলেন, এলেঙ্গা পৌরসভার পৌলি এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত একটি কারখানা দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়া পরিচালিত হচ্ছিল। একই সঙ্গে প্রতিষ্ঠানটি পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন করছিল, যা স্থানীয় পরিবেশ ও মানুষের জন্য হুমকি হিসেবে দেখা দেয়।

অপরদিকে, এলেঙ্গা পৌরসভার মহেলা গ্রামে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করে বালু বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে।

এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম
নাগরপুরে খেজুরের রস আহরণে ব্যস্ত গাছিরা
নাগরপুরে খেজুরের রস আহরণে ব্যস্ত গাছিরা