কালিহাতীতে পৃথকস্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় একটি কারখানায় অবৈধ বর্জ্য উৎপাদন ও মহেলা গ্রামে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জরিমানা করেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কারখানার মালিককে ৫০ হাজার টাকা এবং বালুমাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী একজনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম বলেন, এলেঙ্গা পৌরসভার পৌলি এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত একটি কারখানা দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়া পরিচালিত হচ্ছিল। একই সঙ্গে প্রতিষ্ঠানটি পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন করছিল, যা স্থানীয় পরিবেশ ও মানুষের জন্য হুমকি হিসেবে দেখা দেয়।
অপরদিকে, এলেঙ্গা পৌরসভার মহেলা গ্রামে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করে বালু বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে।
এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত রয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ