• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

চমক দিয়ে ইংল্যান্ডের অ্যাশেজ দল

স্পোর্টস ডেস্ক    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পি.এম.
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। সংগৃহীত ছবি

কাঁধের চোট নিয়েই অ্যাশেজ খেলতে যাচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঘোষিত দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন পার্ট-টাইম স্পিনার উইল জ্যাকস।

ভারতের বিপক্ষে ওভালের শেষ টেস্টে চোটের কারণে খেলতে পারেননি স্টোকস। তবে নির্বাচকদের বিশ্বাস, অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজের শুরু থেকেই পাওয়া যাবে তারকা এই অলরাউন্ডারকে। যদিও বোলিং ফিটনেস নিয়ে এখনও কিছুটা শঙ্কা রয়ে গেছে।

২৬ বছর বয়সী উইল জ্যাকসকে মূলত হোয়াইট-বল বিশেষজ্ঞ হিসেবে দেখা হয়। টেস্ট খেলেছেন মাত্র দুটি—তাও তিন বছর আগে পাকিস্তানে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৪৯, গড় ৪২.২২। এবার তাকে রাখা হয়েছে শোয়েব বশিরের বিকল্প স্পিনার হিসেবে। বাদ পড়েছেন জ্যাক লিচ, লিয়াম ডসন ও রেহান আহমেদ।

চোট কাটিয়ে ফিরেছেন সমারসেটের তরুণ স্পিনার শোয়েব বশির। সহ-অধিনায়ক হয়েছেন হ্যারি ব্রুক, যিনি দায়িত্ব নিচ্ছেন অলিভার পোপের জায়গায়।

দলে আছেন জোফরা আর্চার, যিনি দীর্ঘদিনের ফিটনেস সমস্যার পর মাত্র দুটি টেস্ট খেলেই ফিরেছেন। হাঁটুর চোট সারিয়ে ফিরেছেন মার্ক উডও। এছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ টেস্ট খেলা ম্যাথিউ পটসও জায়গা পেয়েছেন দলে।

অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ সিরিজ জয়ের স্মৃতি ২০১০/১১ মৌসুমে। ইংল্যান্ড গতবার ২০২৩ সালের হোম সিরিজে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেছিল ২-২ সমতায়। এবার পাঁচ ম্যাচের সিরিজ শুরু হবে ২১ নভেম্বর পার্থে। এরপর ম্যাচগুলো হবে ব্রিসবেন, অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে।

অ্যাশেজের আগে নিউজিল্যান্ড সফরে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে ইংল্যান্ড।

ইংল্যান্ডের অ্যাশেজ দল:
বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, অলিভার পোপ, ম্যাথিউ পটস, জো রুট, জেমি স্মিথ (উইকেটকিপার), জশ টাং, মার্ক উড।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাকেরের মিসক্যাচ ম্যাচের মোড় ঘুরিয়ে দিলো
জাকেরের মিসক্যাচ ম্যাচের মোড় ঘুরিয়ে দিলো
বাংলাদেশের বিপক্ষে যে পরিকল্পনা ছিল ভারতের
বাংলাদেশের বিপক্ষে যে পরিকল্পনা ছিল ভারতের
অক্টোবরে মৌসুমের প্রথম এল ক্লাসিকো
অক্টোবরে মৌসুমের প্রথম এল ক্লাসিকো