• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন কেন্দুয়ার কৃতি সন্তান

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ পি.এম.
শামীম আহমেদ। ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতী গ্রামের ফায়ার ফাইটার শামীম আহমেদ (রুকেল) রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: এমদাদুল হক তালুকদার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের জনসাধারণ।

নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও মরহুমের জানাজায় অংশ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, গাজীপুরের টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে গুরুতর দগ্ধ হয়ে ঢাকার বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শামীম আহমেদ। তাঁর শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। প্রায় ২২ বছর ধরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত থেকে অসংখ্য মানুষের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করেছেন তিনি। 

ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা