• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

ভারতের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ

স্পোর্টস ডেস্ক    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত। সাম্প্রতিক পরিসংখ্যানই তাদের শক্তিমত্তার প্রমাণ-২০২৪ সাল থেকে খেলা ৩৫ ম্যাচের ৩২টিতেই জিতেছে সূর্যকুমারের দল। তবে নির্দিষ্ট দিনে বাংলাদেশ যে কাউকে হারাতে পারে, সেটি প্রতিপক্ষও জানে। শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর শুরু করা লিটন দাসের দল আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সেই আত্মবিশ্বাস নিয়েই নামবে মাঠে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। সব পরিসংখ্যান ভারতের পক্ষে থাকলেও, কোচ ফিল সিমন্সের সুরে বাংলাদেশও আশাবাদী। তিনি বলেন, ‘প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। ভারত আগে কী করেছে সেটি নিয়ে আমরা ভাবছি না। নতুন ম্যাচে আমরা সেরাটা খেলতে চাই।’ 

বাংলাদেশের একাদশে পরিবর্তন আসতে পারে। ওপেনিংয়ে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের খেলা প্রায় নিশ্চিত। তিনে থাকবেন লিটন দাস, তবে তার চোটের কারণে শেষ মুহূর্তে নুরুল হাসান সোহানও সুযোগ পেতে পারেন। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী ও জাকের আলি অনিকের অবস্থানও প্রায় নিশ্চিত।

স্পিন বিভাগে প্রতিপক্ষের বাঁহাতি ব্যাটারদের কথা বিবেচনায় নাসুম আহমেদ ও শেখ মেহেদী খেলবেন বলেই ধরে নেওয়া হচ্ছে। ফলে রিশাদ হোসেনের ফেরার সম্ভাবনা কম। পেস আক্রমণে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে ফেরার সম্ভাবনা রয়েছে তানজিম হাসান সাকিবের। শরিফুল ইসলাম বাদ পড়তে পারেন।

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ১৭ বার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ, জয় এসেছে মাত্র একবার-২০১৯ সালে ভারত সফরে। এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে দুই দল ১৫ বার লড়েছে, বাংলাদেশ জিতেছে কেবল দু’বার।

সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক/উইকেটরক্ষক)/নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাকেরের মিসক্যাচ ম্যাচের মোড় ঘুরিয়ে দিলো
জাকেরের মিসক্যাচ ম্যাচের মোড় ঘুরিয়ে দিলো
বাংলাদেশের বিপক্ষে যে পরিকল্পনা ছিল ভারতের
বাংলাদেশের বিপক্ষে যে পরিকল্পনা ছিল ভারতের
অক্টোবরে মৌসুমের প্রথম এল ক্লাসিকো
অক্টোবরে মৌসুমের প্রথম এল ক্লাসিকো